Home ছড়া-কবিতা বিড়াল ডাকে হুক্কাহুয়া । মঈন শেখ

বিড়াল ডাকে হুক্কাহুয়া । মঈন শেখ

বিড়াল ডাকে হুক্কাহুয়া শিয়াল ডাকে মিঁউ
লাল মোরগের বাচ্চাগুলো করছেরে চিঁউ চিঁউ।

বাঘ ভালুক শহরে এলো মানুষ গেল বনে
ভাবলো ভালুক নতুন জগৎ দেখব আপন মনে।
ঠেলা গাড়িতে মেশিন দিয়ে করলো বাঘে নিউ-
বিড়াল ডাকে হুক্কাহুয়া শিয়াল ডাকে মিঁউ -।

বেজীর কাছে নেংটি ইঁদুর শিখবে নাকি ইংরেজি
সেই খুশিতে ইঁদুর লাফায় তা ধিং ধিং ধিংরেজি।
বিড়াল দেখেই ইঁদুর এখন বলে হু আর ইউ?
বিড়াল ডাকে হুক্কাহুয়া শিয়াল ডাকে মিঁউ -।

SHARE

Leave a Reply