ডিসেম্বর ২০১৮ সংখ্যার সঠিক জবাব
১. সূরা বাকারা ২. মাছ ৩. আল কুরআন ৪. হাড়িয়াভাঙ্গা ৫. সূরা কাফিরূন ৬. রংপুর ৭. জাবির ইবনে হাইয়ান ৮. আমে ৯. রবীন্দ্রনাথ ঠাকুর ১০. ডেনিস মুকওয়েজ, নাদিয়া মুরাদ।
মার্চ ২০১৯ সংখ্যার প্রশ্ন
১. পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি?
২. আল কুরআনে কোন কোন কীটপ্রতঙ্গের নাম আছে?
৩. নবী সা. মেরাজে গিয়ে কোন সাহাবীর পায়ের আওয়াজ শুনতে পান?
৪. কোন সাহাবীকে সর্বশ্রেষ্ঠ কুরআন পাঠক বলা হয়?
৫. হযরত আলী রা. বীরত্বের জন্য কী উপাধি পেয়েছিলেন?
৬. ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায়?
৭. জাতীয় স্মৃতিসৌধ কোথায় এবং এর স্থপতি কে?
৮. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
৯. মুক্তিযোদ্ধের বীরশ্রেষ্ঠ কত জন?
১০.৩ম সেবা সর্বপ্রম কখন চালু হয়?
ডিসেম্বর ২০১৮ সংখ্যার সঠিক উত্তরদাতা
নীলফামারী : মারজানা নুর মেধা, নুর ইসলাম লিমন, মনজুরুল হক, নুরুজ্জামান লিখন বাবু, মোঃ মাজেদুল ইসলাম, ডিমলা, ঐ।
লক্ষ্মীপুর : মিরাজ হোসেন, মোঃ ইমরান, মোঃ গিয়াস উদ্দিন হিরু, মোঃ পারভেজ উদ্দিন, মোঃ শাহজাহান, আনিসুর রহমান, মোছা: সোহাদা জান্নাত আখি, মোছা: কাফিয়া আক্তার, মোঃ এহসানুল মাহবুব জুবায়ের, হাফেজ মুহাম্মদ জুনায়ের, আরাফাত উল্লা নোমান, আবু রায়হান আনসারী মিশকাত, আবু দাউদ মোঃ ফুয়াদ, রায়পুর, ঐ।
সিলেট: মুজতাহিদ আহমেদ চৌধুরী, মোহাম্মদ মোজতাবা চৌধুরী তানজিল, ইমা বেগম, তানিয়া তাহমিনা, রুবিনা বেগম, বিয়ানীবাজার, ঐ।
কুমিল্লা : মোঃ মকবুল হোসেন, চৌদ্দগ্রাম, আব্দুল কাইয়ুম, দেবিদ্বার, তাজিন আদিবা, মেহেদি হাসান সৌরভ, মোহাম্মদ সিয়াম, রাফি ইসলাম, মহিবুল্লাহ, সিয়াম মোঃ হামিম, তানজিল মোহাম্মদ তামিম, ফাহিম মুনতাসির, মুরাদনগর, ঐ।
চাঁপাইনবাবগঞ্জ : মোঃ রবিউল আউয়াল, তাসলিম হাসান, আলী হাসান মিম, মোজাহিদ আলী গোমস্তাপুর, সুলতান মাহমুদ, শিবগঞ্জ, ঐ।
সিরাজগঞ্জ : হাফেজ আহমদ উল্লাহ সিরাজী, হাফেজ মো. জাহিদুল ইসলাম, মোঃ ছদর আলী, এনায়েতপুর, ঐ।
নোয়াখালী : এম সাইফুর রহমান জিহাদ, মোহাম্মদ আনোয়ার হোসেন, সদর, ঐ।
চট্টগ্রাম : আবু নোমান মোহাম্মদ আল মুনির, তৌহিদুল ইসলাম তৌহিদ, ঐ।
দিনাজপুর : মোহাম্মদ আশিকুজ্জামান, মোঃ আসাদুজ্জামান, খানসামা, ঐ।
মানিকগঞ্জ: ফাহিম বিন আনোয়ার, মোঃ সামিউল ইসলাম, ঐ।
মাগুরা : ফারজানা ফাইজা মালিহা, সৈয়দ নুর ইসলাম, মোহাম্মদপুর, ঐ।
পাবনা : নাঈম ইবনে তাহের, মোঃ শফিকুল ইসলাম রহুল, ঈশ্বরদী, ঐ।
খুলনা: মো: মাহমুদুর রহমান, মো: মুজাহিদ ইসলাম, সোনাডাঙ্গা, ঐ।
অন্য জেলাসমূহ: আশরাফুল ইসলাম, উত্তরা, ঢাকা; সাদিয়া সিমকী, কোতোয়ালি, যশোর; মোঃ নাঈম সিদ্দিক, খাগড়াছড়ি; মোহম্মদ ফয়সাল মনির, রাজশাহী; মোহাম্মদ গাফফার আলী, ঐ।
এ মাসে পুরস্কার পেলো যারা
১. মারজানা নুর মেধা
ডিমলা, নীলফামারী
২. মিরাজ হোসেন
রায়পুর, লক্ষ্মীপুর
৩. নুর ইসলাম লিমন
ডিমলা, নীলফামারী