Home তোমাদের কবিতা সফল হবে ফের । আমিমুল ইহসান সফল হবে ফের । আমিমুল ইহসান March, 2019 অচিন পথে চলতে গেলে ভয় থাকবে ঢের ভয়কে যদি মাড়তে পারো সফল হবে ফের। ভুল পথে আর পা না বাড়াও থাকুক যত ধন অবৈধ ধন দেয় না তো কাজ কিনতে সুখের ক্ষণ। সত্য পথে থাকো যদি পাবেই তবে সুখ দেশ জাতিও ধন্য হবে রঙিন হবে মুখ।