Home তোমাদের কবিতা টেপু । মালি পাখি টেপু । মালি পাখি March, 2019 দোয়েল, ফিঙে সবাই ভালো ! মোষের শিঙে চাঁদের আলো! মাটির বাড়ি, কাঠের ঘোড়া ! টিনের গাড়ি, বেতের মোড়া! পোলাও, পুরি পায়েস, রুটি! বাদাম, মুড়ি গাজর, ফুটি! ডাকাত রে রে– পাতার ভেঁপু! বাজায় কেরে? বাহার টেপু!