Home হাসির বাকসো হাসির বাকসো- মার্চ ২০১৯

হাসির বাকসো- মার্চ ২০১৯

হাসির বাকসোক্লাসের বোকা টাইপের দুই ছাত্রের মধ্যে কথা হচ্ছে-
বল্টু : আচ্ছা দোস্ত শিশুসাহিত্যিক কারা? যারা শিশুদের জন্য সাহিত্য রচনা করে তারা, নাকি যেসকল শিশু সাহিত্য রচনা করে তারা?
ঝন্টু : আরে গাধা, এটা আবার জিজ্ঞেস করতে হয়? তুই বুঝতে পারিস না যেসব শিশু সাহিত্যিক তারাই শিশুসাহিত্যিক!

মোহম্মদ আকবর আলী
বানিয়াচং, হবিগঞ্জ

দুই বোকা বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
১ম বন্ধু : জানিস আমার চাকরি হয়েছে?
২য় বন্ধু : কোথায়?
১ম বন্ধু : কোম্পানিতে।
২য় বন্ধু : যাক তোর ভাগ্য ভালো বেশি পানিতে হয়নি।

মোজাহিদুল ইসলাম
সাহাপুর, ঈশ্বরদী, পাবনা

এক লোক বল্টুকে ড্রাইভারের চাকরি দিয়ে বললেন, তোমার স্টার্টিং স্যালারি হচ্ছে ২০০০ টাকা। এতে তোমার
চলবে তো?
বল্টু : স্যার আপনি অনেক মহান। স্টার্টিং স্যালারি একদম ঠিক আছে। কিন্তু ড্রাইভিং স্যালারিটা কত সেটা তো জানালেন না।

আশিকুর রহমান
মিরপুর, ঢাকা

বাবা-পুত্রের কথোপকথন
পুত্র : বাবা টাকা দাও?
বাবা : কেন?
পুত্র : পকেট খরচের জন্য।
বাবা : পকেট ছাড়া জামা পরতে পারিস না। তাহলে তো আর পকেট খরচ লাগে না।

মো: তাসনিমুল হাসান
জিন্দাবাজার, সিলেট

দোকানদার এবং কাস্টমারের মধ্যে কথোপকথন-
কাস্টমার : আপনার দোকানে লাল মোবাইল আছে?
দোকানদার : হ্যাঁ আছে।
কাস্টমার : তাহলে দিন?
দোকানদার : সবুজ মোবাইলটা দাও?
কাস্টমার : (একটু রেগে) আমি সবুজ মোবাইল চাইনি? লাল মোবাইল দিন।
দোকানদার : আরে! আপনি মাথা ঘামাচ্ছেন কেন? সবুজ আমার কর্মচারীর নাম। আমি ওকে বলছি সবুজ মোবাইলটা দাও।

জাবির আহম্মেদ জিহাদ
দেওয়ানপাড়া, চিনাডুলী, জামালপুর

SHARE

Leave a Reply