কিরে খোকা কী হয়েছে
খাস না কেন ভাত?
ওমন ভাবে উঁচু করে
রাখিস কেন হাত?
কখন থেকে এত্ত কিছু
বলছি আমি তোরে,
পিছন পানে সরে গিয়ে
কানবো জোরে জোরে।
অঙ্কখানা হয়নি বলে
দিছে এমন সাজা,
ওই যে দেখো পেছন দিকে
হাসছে রহিম রাজা।
হাত উঁচিয়ে কখন থেকে
আছি আমি এই,
এখান থেকে যাওয়ার মত
কোন উপায় নেই?
কী যে করি কখন থেকে
ভাবছি শুধু একা,
বাড়ি গেলে লাঠিগুলো
করবে জানি বেঁকা।
কী করা যায় ওরে ও ভাই
দাও না কোন চাল,
দাঁড়ায় দাঁড়ায় মুখের থেকে
ঝরছে রাঙা নাল।
পড়ার সময় পড়তে হবে
খেলার সময় খেলা,
তবে তুমি পাবে দেখো
নম্বর মেলা মেলা।
তাইতো বলি সবাই শোন
পড়ার সময় পড়ি,
ন্যায়ের পথে সঠিকভাবে
জীবনটাকে গড়ি।