সুজলা সুফলা এই
আমাদের দেশ
ফুল ফল ফসলের
সেরা পরিবেশ।
বারো মাসে ফসলের
থাকে সমাহার
ধান আসে ঘুরে ফিরে
গুনে দুইবার।
বোশেখ আর জ্যৈষ্ঠে
আসে বোরো ধান
অঘ্রাণে আমন আর
আউশের বান।
সুজলা সুফলা এই
আমাদের দেশ
ফুল ফল ফসলের
সেরা পরিবেশ।
বারো মাসে ফসলের
থাকে সমাহার
ধান আসে ঘুরে ফিরে
গুনে দুইবার।
বোশেখ আর জ্যৈষ্ঠে
আসে বোরো ধান
অঘ্রাণে আমন আর
আউশের বান।