Home তোমাদের কবিতা নতুন কুঁড়ি । রমজান আলী রনি

নতুন কুঁড়ি । রমজান আলী রনি

মায়ের কোলে হাসতে হাসতে
নতুন কুঁড়ি এলো
ফুলে-ফুলে ফুলকুঁড়িতে
সুবাস বয়ে গেলো।

গাছের শাখায় মুকুল-কুঁড়ি
নতুন দিনের চাওয়া
পাখির বাসায় ছোট্টছানা
দিগন্তেরই পাওয়া।

নদীর স্রোতে পানির খেলা
মাছ-শামুকের বাস
ফুলে-ফুলে মধুর ছোঁয়া
মৌমাছিতে চাষ।

ক্ষেতের মাঝে নতুন কুঁড়ি
প্রাণের খোঁজে প্রাণ
রোদের কোলে লতাপাতা
মায়ায় ছড়ায় ঘ্রাণ।

SHARE

Leave a Reply