প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো।
এবারও একটি কবিতার প্রম অংশটি দেয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে।
আল্লাহ হাফিজ
তোমাদেরই পরিচালক ভাইয়া
ফেব্রুয়ারি, ২০১৯ মাসের ছড়া
“বৈশেখ এলো বৈশেখ এলো
তারই সাথে ঝড়
ডাল ভাঙছে চাল উড়ছে
উড়ছে ঘরের খড়।”
ডিসেম্বর, ২০১৮ মাসের ছড়া
“ফেব্রুয়ারির একুশ তারিখ
মাতৃভাষার দিন
দিনটির মাঝে রয়েই গেছে
রক্ত মাখা ঋণ!”
শহীদ হলেন বরকত শফিক
সালাম জব্বার ভাই
বাংলা ভাষা মাতৃভাষা
রক্তে মাখা তাই।
কৃষ্ণচূড়ার লালে লালে
বর্ণমালা ভাসে
বারে বারে একুশ এলেই
বাংলা ভাষা হাসে।
খাদিজা তুল কোবরা উমামা
খোকসাবাড়ি, এনায়েতপুর, সিরাজগঞ্জ।
আরো যাদের লেখা ভালো হয়েছে
মো: আব্দুল বাসিত, বড়দেশ, কানাইঘাট, সিলেট; মো: হাছান, চরমোহনা, লক্ষ্মীপুর; তাসমিয়াহ বিনতে শরীফ, মীরাবাজার, সিলেট; মিরাজ হোসেন, রায়পুর, লক্ষ্মীপুর; মো: জাহাঙ্গীর আলম, গছিডাঙ্গা, পাইকেরছড়া, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম, রংপুর; মাহমুদুল হাসান খোকন, পাইকেরছড়া, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম; গাজী মিল্লাত মাহমুদ, সেলিমগড় বাজার, মোরেলগঞ্জ, বাগেরহাট।