বলার থাকে অনেক কিছু
যায় কি সবই বলা,
ইচ্ছে হলেই যায় কি বলো
সকল পথে চলা?
চাওয়া থাকে অনেক কিছু
যায় কি সবই পাওয়া,
টাকা হলেই যায় না তো আর
ইচ্ছে মতো খাওয়া!
প্রতিক্ষণই মনটা যে চায়
অনেক কিছু পেতে,
তাই বলে কি পারবে তুমি
তার পেছনে যেতে?
ইচ্ছা হলেই যায় না সব
ইচ্ছে মতো করা,
সব জাগাতে আছে কিছু
নিয়মনীতির ধারা।