পুব আকাশে ভোর হয়েছে সূর্যটা কী লাল
শোকের ভারে কাঁপছে যেন কৃষ্ণচূড়ার ডাল!
ফেব্রুয়ারির একুশ তারিখ বাংলা ভাষার ডাক-
রক্তনদী পার হয়ে সে নিচ্ছে শত বাঁক।
বাঁক নিয়েছে স্বাধীনতায়, ডাক দিয়েছে সেও-
বুলেট বোমা ভয় করেনি দামাল ছেলে কেউ।
স্বাধীনতাও কিনতে হলো, দিতেই হলো দাম-
সাতসমুদ্র লাল হয়েছে, লাল হয়েছে গ্রাম!
ঐ যে মিছিল-শোকের মিছিল আগুন ফুঁড়ে যায়,
মিছিল তো নয়, ঢেউয়ের দোলা ছুটছে দৃঢ় পায়।
ফেব্রুয়ারি ডাক দিয়েছে, থামা কি আর যায়?
বাংলা আমার, আমি তোমার-স্বাধীনতার ভাই।
পুব আকাশে ভোর হয়েছে, সূর্যটা কী লাল
শোকের ভারে কাঁপছে যেন কৃষ্ণচূড়ার ডাল!