আমি একটি কবিতা পাঠাতে চাই, পাঠালে প্রকাশিত হবে কি না জানাবেন।
-তোমার লেখাটি আগে পাঠাও তো!
রফিকুল ইসলাম, সান্তাহার, নওগাঁ
ফেব্রুয়ারি মাসের লেখা কখন দিতে হবে?
-২০১৯ সালের ডিসেম্বরে! কী, বিষয়টি বুঝলে তো! মাসিক পত্রিকায় বিষয়ভিত্তিক লেখা পাঠাতে হলে তিন মাস আগেই পাঠাতে হয়।
এ কে আর খান, হাজিরপাড়া, লক্ষ্মীপুর
আমি আমার ছোট্ট জ্ঞানে কয়েকটি কবিতা লিখেছিলাম। লেখাগুলো কিভাবে পাঠাতে পারি?
-মেইলে পাঠাতে পারো।
মো: ইয়াকুব আলী
বাংলাবাজার, দোয়ারাবাজার, সুনামগঞ্জ
কিশোরকণ্ঠে অনেক আগে ‘জেলা পরিচিতি’ নামে একটি বিভাগ ছিল, সেটা পুনরায় আরো তথ্যবহুল করে চালু করা যায় কি?
-বিষয়টি বিবেচনা করা যাবে ইনশাআল্লাহ।
শরীফ মোস্তাকিম বিল্লাহ
মঙ্গলকাটা, সদর, সুনামগঞ্জ
আমার লেখা একটি কবিতা আছে। সেটা পাঠাবো কি?
-হ্যাঁ, পাঠিয়ে দাও।
নাঈম আখন্দ
চৌগাছা, যশোর
বলতে পারো ও শব্দধাঁধা কি ই-মেইলে পাঠানো যাবে?
-না!
মিরাজ হোসেন , রায়পুর, লক্ষ্মীপুর
রংতুলি বিভাগের চিত্র কি ই-মেইলের সাহায্যে পাঠাতে পারি?
-হ্যাঁ।
ইমতিয়াজ মাহমুদ, চরঘোষপুর, পাবনা