Home তোমাদের কবিতা শীত এলো । তাহমিদ আল হাসান

শীত এলো । তাহমিদ আল হাসান

শীত এলো কাঁপিয়ে
দূরাকাশ ছাপিয়ে
মাঠ ঘাট বন,
শীত এলো গাঁয়েতে
মাঝির ওই নায়েতে
কাঁপে সারাক্ষণ।
শীত এলো কুয়াশায়
উনুনের ধোঁয়াশায়
পিঠার আয়োজন,
শীত এলো শিশিরে
পৌষের নিশির-এ
নিশ্চুপ ক্ষণ।

SHARE

Leave a Reply