প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো।
এবারও একটি কবিতার প্রথম অংশটি দেয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। আল্লাহ হাফিজ।
তোমাদেরই পরিচালক ভাইয়া
জানুয়ারি ২০১৯ মাসের ছড়া
“স্বাধীনতার জন্যে দেখো
রক্ত দিলাম কত
রক্তে রক্তে লাল হয়েছে
দেশের নদী যত!”
নভেম্বর ২০১৮ মাসের ছড়া
“বছর ঘুরে আবার এলো
শুভ নুতন দিন
ফুল পাখিরা বাজায় যেন
সুখের রিন ঝিন।”
নতুন দিনের নতুন সুরে
নতুন করে বাঁচা
শোষণ যত ভাঙবো শিকল
বন্দি সকল খাঁচা।
সুখের বাঁশি বাজুক এবার
শহর থেকে গ্রামে
শান্তি সুখের নামুক ধারা
আমাদের এই ধামে।
হাবিবুর রহমান, মির্জাপুর, টাঙ্গাইল
আরো যাদের লেখা ভালো হয়েছে
মাহীদ ইমরান, সরকারি বিএল কলেজ, দৌলতপুর, খুলনা; হাজেরা সুলতানা হাসি, এসপিপিএম লিমিটেড, ছাতক, সুনামগঞ্জ; জাহাঙ্গীর আলম, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম; মাহমুদুল হাসান খোকন, ভুরুঙ্গামারী, রংপুর; মো: আমান উল্লাহ, আকবরশাহ, চট্টগ্রাম; নাফিস ফুয়াদ, ঈশ্বরদী, পাবনা; মো: জিয়ারুল ইসলাম, পাইকেরছড়া, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।