Home ছড়া-কবিতা চড়ুইভাতি । ইয়াসমিন

চড়ুইভাতি । ইয়াসমিন

শহর ছেড়ে বনের ধারে খেলার সাথি মিলে,
চড়ুইভাতির প্রহর যখন মাছ ছেঁকেছি ঝিলে।
মাটির হাঁড়ি মাটির থালা নতুন ধানের চাল,
ছোটমাছের ঝোল দেয়া ভাত একটুখানি ডাল।
দোরখোলা মন যখন তখন ঘোরে খোলা বনে,
কলাপাতার আসন পেতে শুতাম জনে জনে।
বনের বাতাস খাঁটি হাসি মাখতাম উদোম নেচে-
সৃজনমনে ইচ্ছে পাখি মনকে যেত কেচে।
ক্ষুদ্রাকার মন পরিধি খুলে বড় হতো,
চড়ুইভাতির অবাধ সুখে হতাম বায়ুর মতো।
বদ্ধঘরে মাপা আলো বাতাস আসে ছেঁকে,
ভাঙব খাঁচা দেখব আবার বিশ্ব কাছে থেকে।
সূর্য হাসে কোথায় বসে চাঁদটি কিসে থাকে,
দেখব আবার চোখের আলোয় আনন্দ কই রাখে।

SHARE

Leave a Reply