খুঁজে খুঁজে বনের মাঝে
ধরেছিলাম এক পাখি
সেই পাখি আজ উড়াল দিলো
ভাসিয়ে মোর আঁখি।
সোনার খাঁচা গড়েছিলাম
আমি তার জন্য
ভালোবাসার বাঁধন কেটে
করেছে সে শূন্য।
লোকে আমায় বলে বোকা
বোঝোনি তার অভাব
বনের পাখি খাঁচায় কেন?
মুক্তিই তার স্বভাব।
খুঁজে খুঁজে বনের মাঝে
ধরেছিলাম এক পাখি
সেই পাখি আজ উড়াল দিলো
ভাসিয়ে মোর আঁখি।
সোনার খাঁচা গড়েছিলাম
আমি তার জন্য
ভালোবাসার বাঁধন কেটে
করেছে সে শূন্য।
লোকে আমায় বলে বোকা
বোঝোনি তার অভাব
বনের পাখি খাঁচায় কেন?
মুক্তিই তার স্বভাব।