Home ছড়া-কবিতা হেমন্তের দিনে । আকবর আলী

হেমন্তের দিনে । আকবর আলী

শীতের আগাম বার্তা এসেছে শিশির সিক্ত প্রান্তে
নবান্নের ধুম পড়েছে আবার আজকের হেমন্তে
বিস্তৃত মাঠে হেমরূপ বর্ণে বর্ণিল সোনালি ধান
খোদার রহমতে প্রকৃতি হয়েছে মহীয়ান।

নবান্নের ঘ্রাণে মাতোয়ারা সবাই ভরেছে সবার প্রাণ
আনন্দের মূর্ছনা বইছে দেহে কৃষাণেরা গায় গান।
চাষার কাজে বইছে আজ সরস প্রাণের জোয়ার
সবার মাঝেই খুলেছে দেখি উদার মনের দুয়ার।

ঘুঘু ডাকে গাছের শাখে সকাল দুপুর সাঁঝে
শালিকেরা ঝাঁকে ঝাঁকে নামে পাকা ধানের মাঝে।
হেমন্তেরই সন্ধ্যারাতে খেঁকশিয়ালিরা ডেকে চলে
তাই দেখে ছোট্ট শিশু ভয়ে লুকোয় মায়ের কোলে।

SHARE

Leave a Reply