ফুয়াদ, সায়েম ও শোয়েব ওরা তিন বন্ধু অষ্টম শ্রেণীতে লেখাপড়া করে। তিনজন একই স্কুলে পড়ে। ওদের মাঝে খুবই মিল। সবার বাসা পাশাপাশি হওয়ায় প্রতিদিন একই সাথে স্কুলে যায়, আবার স্কুল ছুটির পর একই সাথে বাসায় ফিরে।