Home ছড়া-কবিতা বিজয় আমার । নাবিউল হাসান

বিজয় আমার । নাবিউল হাসান

বিজয় আমার স্বপ্নঘেরা সবুজ শ্যামল গাঁয়ের মতো
চাঁদনী রাতে গল্প বলা মায়ের মতো
শান্তিপুরে কলিম মাঝির নায়ের মতো।

বিজয় আমার বেগুন গাছে টুনটুনিটার গান
দাদীর মুখে জর্দামাখা পাঁচমিশালি পান
ভাটিয়ালি জারি সারি ছন্দ সুরের তান।

বিজয় আমার খুকির ঠোঁটে এক চিলতে হাসি
উদাস বনে হারিয়ে যাওয়া রাখাল ছেলের বাঁশি
বিড়ালছানা কাঠবিড়ালি নয়তো বাঘের মাসী।

বিজয় আমার ময়না কোকিল গানকে ভালোবাসে
লাল টুকটুক ঊষার আলো পদ্মপাতায় ভাসে
সবুজ বনের কোমল পাতায় একটি ছবি হাসে।

বিজয় আমার হৃদয়পটে সেই ছবিটার নাম
রক্ত ঢেলে ছিনিয়ে আনা লক্ষ প্রাণের দাম
শহীদ খোকার পকেট মাঝে মায়ের চিঠির খাম।

বিজয় আমার কান্না হাসি বিজয় শুরু শেষ
স্বর্গপরী লজ্জাবতীর আঁচল ঢাকা কেশ
বিজয় আমার রূপের রানী একটি বাংলাদেশ।

SHARE

Leave a Reply