Home ছড়া-কবিতা সবুজ বাংলাদেশ । রেদওয়ানুল হক সবুজ বাংলাদেশ । রেদওয়ানুল হক December, 2018 স্বপ্ন আমার পাখি উদাস মনের আঁখি। স্বপ্ন আমার ফুল ভাঙতে হবে ভুল। স্বপ্ন আমার পাঠ দূর গগনের মাঠ। স্বপ্ন আমার ঝিল কাব্যকথার মিল। স্বপ্ন আমার দেশ সবুজ বাংলাদেশ।