ভোর যে হলো রাত পোহালো সূর্য দিলো উঁকি
কাঁচারোদের পরশ পেয়ে উঠলো জেগে খুকি।
ফুল ফুটেছে শিউলিবনে শিশিরভেজা ফুল,
আঁচল ভরে সে ফুল খুঁটে খুকি বানায় দুল।
দুলের সাথে আরো বানায় হিরেমোতির হার,
পুতুলসোনা মান করেছে মান ভাঙাবে তার।
ঘরের পিছে সুপারিগাছ গাছের নিচে খড়,
খড়ের গাদা খুকিমণির পুতুলখেলা ঘর।
পুতুলখেলা সঙ্গী হলো খুকির পোষা ম্যাও,
আরো আছে কাঠবিড়ালি- কোলাব্যাঙের ছাও।
খেলছে খুকি পুতুলখেলা সঙ্গী-সাথী নিয়ে,
কাঠবিড়ালি-ছানার সাথে হলো পুতুল বিয়ে।
খানিক বাদে খুকির মায়ে ডাকলে খুকি আয়,
মুড়কি খেয়ে খুকি এবার পাঠশালাতে যায়।