Home নিয়মিত অনুশীলন

অনুশীলন

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো।
এবারও একটি কবিতার প্রথম অংশটি দেয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে।
আল্লাহ হাফিজ
তোমাদেরই- পরিচালক ভাইয়া

নভেম্বর, ২০১৮ মাসের ছড়া

“বছর ঘুরে আবার এলো
শুভ নুতন দিন
ফুল পাখিরা বাজায় যেন
সুখের রিন ঝিন।”

সেপ্টেম্বর ২০১৮ মাসের ছড়া

“আমরা ভাববো নতুন কিছু
নতুন বিশ্ব আলো
যে আলোতে হাসবে সবাই
ঘুচবে আঁধার কালো।”

ভাবছি বসে আনবো আবার
আলোকিত সেই দিন
যে দিনেতে উঠবে রবি
থাকবে না আর ঋণ।

সেই আলোতে হাসবো মোরা
সব ভেদাভেদ ভুলে
আল্লাহ পাকের রহমতগুলো
নিতে হবে তুলে।

মোঃ মিল্লাত মাহমুদ
মোরেলগঞ্জ, বাগেরহাট

আরো যাদের লেখা
ভালো হয়েছে

মাহমুদ মুন্তাসির সাঈদ, চকবাজার, চট্টগ্রাম; মাহমুদ হাসান, বর্ণি, বড়লেখা, মৌলভীবাজার; হাসিব মাহমুদ মোশারফ, হাজির হাট, রংপুর; দেলোয়ার হোসেন, চাম্বল, বাঁশখালী, চট্টগ্রাম; মাজিদুল ইসলাম, ডালিয়া, ডিমলা, নীলফামারী; মোহাম্মদ আল জোবায়ের, অম্বরপুর, চান্দিনা, কুমিল্লা; খন্দকার উমর হাসান আবদুল্লাহ, চৌদ্দগ্রাম, কুমিল্লা; সৈয়দ মুত্তাকিম মুনাফ, কালিহাতা, বামরাইল, বরিশাল; নাঈম ইবনে তাহের, সাহাপুর, ঈশ^রদী, পাবনা; আহমাদুর রহমান, হাতিয়া, নোয়াখালী; জাকারিয়া আল হোসাইন, ছোটখাতা, ডালিয়া, নীলফামারী; তাসমিয়াহ বিনতে শরীফ, মিরাবাজার, সিলেট।

SHARE

Leave a Reply