Home নিয়মিত বলতে পারো-২০১৮ নভেম্বর

বলতে পারো-২০১৮ নভেম্বর

আগস্ট ২০১৮ সংখ্যার সঠিক জবাব

১. কবি আল মাহমুদ, ২. গাজীপুর, ৩. ৬ মার্চ ২০১৭, ৪. পাপুয়া নিউগিনি, ৫. বেইজিং, চীন, ৬. সাবান ও পাউডার, ৭. ৪টি, ৮. হযরত ইবরাহিম আ. ও হযরত ইসমাইল আ. ৯. রাশিদ খান ১০. চার্লস ব্যাবেজ।

নভেম্বর ২০১৮ সংখ্যার প্রশ্ন

১. নারীদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী কে?
২. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প কোনটি?
৩. কলা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
৪. বাংলাদেশের ঝসধৎঃ ঈধৎফ কোন দেশে তৈরি হয়?
৫. ইসলামী অর্থব্যবস্থার মূল ভিত্তি কী?
৬. জামিউল কুরআন বলা হয় কাকে?
৭. প্রথম কাগজ আবিষ্কৃত হয় কোথায়?
৮. ডডড-এর পরিপূর্ণ রূপ কী?
৯. প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে?
১০. টেলিভিশন কে আবিষ্কার করেন?

আগস্ট ২০১৮ সংখ্যার
সঠিক উত্তরদাতা

চট্টগ্রাম: মোহাম্মদ ইয়াসিন আরাফাত, এজাব উদ্দিন, হোসাইন মোহাম্মদ শাকিব, মো: মাইনুদ্দিন হাসান, আব্দুল্লাহ আল সাকিব, সাতকানিয়া; হোসাইন মোহাম্মদ ফয়সাল, আতকিয়া মোবাশ্বিরা, রিয়াজ, মোঃ আব্দুর রাফি, সদরঘাট; মেহেরুন্নেসা মাহি, মামুন-উর-রশিদ, বাঁশখালী; মো: নূরুল আলম, চকবাজার; মো: মঞ্জুর ইসলাম, বাকলিয়া।
মৌলভীবাজার : সাঈদ আহমদ সামাদ, মুহাম্মদ জহিরুল ইসলাম, তামান্না হোসেন তিথি, আব্দুল্লাহ আল মাহি আজিজ, আব্দুল্লাহ, সিদ্দিকুর রহমান, জুড়ি।
দিনাজপুর : মোঃ সাইফুল ইসলাম, বিরল; শাহজাদি আরভী শোভা, বিরামপুর।
ঢাকা : আব্দুর রহমান দোহার; সামিহা আনজুম এশা, তেজগাঁও; সুমাইয়া আক্তার, মোসাম্মৎ ফাতেমা তুজ জোহরা মারিয়াম, কদমতলী; মো: আবদুল্লাহ আল হাসান, সাভার।
কুমিল্লা : মো: নাফিস রহমান মুন্সী সাইন, দেবিদ্বার, মারজানা তাবাসসুম সুমাইয়া, খন্দকার ওমর হাসান আব্দুল্লাহ, চৌদ্দগ্রাম; মোহাম্মদ নাজমুল হোসেন রাকিব, লাকসাম; নুসরাত জাহান, দেবিদ্বার, তাসনুভা তামান্না, বুড়িচং।
ভোলা : আব্দুল্লাহ আল নাবিল, মইনুল ইসলাম তালহা, মো: জিনেদিন জিদান, আশরাফুল ইসলাম, আল-জাবের জিহান, রায়হান উদ্দিন, হাফসা আক্তার, আরিফুল ইসলাম, লালমোহন।
বাগেরহাট : গাজী মিল্লাত মাহমুদ, মোঃ শাহরিয়ার কবির, তামান্না আক্তার, মোরেলগঞ্জ।
নোয়াখালী : মোঃ ইশরাক সাদী নাহি, সোনাইমুড়ি; মোনায়েম হুসাইন তাইমিয়া, আবু তাইমিয়া, সেনবাগ; আসমা জাহান নুর, মোবারক হোসাইন সাঈদী, কবিরহাট; এ কে এম আশরাফুল হোসেন, মাহফুজুর রহমান, সোনাইমুড়ী।
সিলেট : ইমা বেগম, রুবিনা, বিয়ানীবাজার; লবীব আহমদ, কোম্পানীগঞ্জ ।
নীলফামারী : মো: মাজেদুল ইসলাম, মনজুরুল হক, নুরুল ইসলাম, মার জানানোর মেধা, ডিমলা, নীলফামারী।
অন্যান্য জেলা : মোহাম্মদ আশরাফুল আলম, ফুলবাড়িয়া, কুড়িগ্রাম; জাকিয়া সুলতানা, ক্ষেতলাল, জয়পুরহাট; মোঃ তাজুল ইসলাম, ফুলগাজী, ফেনী; তৌফির আহমেদ, শেরপুর বগুড়া; মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মির্জাগঞ্জ, পটুয়াখালী; শাহ এ বি এম আবু সালেহ, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ; মোঃ ইমরান হোসেন, কেশবপুর, যশোর; মইদুল ইসলাম রিক্ত, উজিরপুর, বরিশাল; জাকিয়া রাহাত শিরীন, মিঠাপুকুর, রংপুর; মোহাম্মদ মুশফিকুল ইসলাম সিয়াম, মোমেনশাহী; হালিমাতুস সাদিয়া, সদর, মাগুরা।

এ মাসে পুরস্কার পেলো যারা
১ম : সাঈদ আহমদ সামাদ
জুড়ি, মৌলভীবাজার
২য় : মোঃ সাইফুল ইসলাম
বিরল, দিনাজপুর
৩য় : মোঃ ইয়াসিন আরাফাত
কবিরহাট, নোয়াখালী

SHARE

Leave a Reply