ভোরের হাওয়ায় পাখির কণ্ঠে
মিষ্টি মধুর গান,
এত সুন্দর কণ্ঠ তুমি
করেছো প্রভু দান।
পাখির গানে ঘুম ভেঙে যায়
সূর্যিমামা হাসে,
পাখির গানে সন্ধ্যা হয়ে
রাত্রি নেমে আসে।
কিচিরমিচির পাখির গানে
মনটি যায় ভরে,
মিষ্টি মধুর গান গেয়ে যায়
সারা বছর ধরে।
ভোরের দূত পাখিগুলো
প্রতিদিন ডাকে,
মিষ্টি কণ্ঠে বলে যায়
জাগি সবার আগে।