Home তোমাদের কবিতা ফুলের বনে যাও । এম ইমন ইসলাম

ফুলের বনে যাও । এম ইমন ইসলাম

মনটি ভালো করতে চাইলে
ফুলের বনে যাও,
মন মাতানো নানা রঙের
ফুলের সুবাস নাও।

দেখে তুমি হাসতে পারো
সূর্যিমুখীর মুখ,
হাসনাহেনাও আনতে পারে
তোমার মনে সুখ।

কালো গোলাপ দেখে যেন
বেজার হয় না মন,
কদম কেয়া আলো ছড়ায়
বনে সারাক্ষণ।

কথাওতো বলতে পারো
জবার সাথে সব,
মনে রেখো এসব কিছুর
স্রষ্টা সবার রব।

SHARE

Leave a Reply