Home তোমাদের কবিতা মেঘের দেশ । আবিদ বিন ইসলাম

মেঘের দেশ । আবিদ বিন ইসলাম

বিকেল বেলা শান্ত মনে
নদীর তীরে বসে
দেখছি আমি আকাশটাকে
ফিরবো বেলা শেষে।

হঠাৎ দেখি ঐ আকাশে
সাদা মেঘের ভেলা
ভাসছে যেন তুলোর মতো
ওড়াউড়ি খেলা।

দলে দলে এত মেঘ
যাচ্ছে কোথায় উড়ে?
উড়তে উড়তে আবার দেখ
মিশে যায় দূরে?

ইচ্ছে করে আমি যেন
একটি পাখির বেশে
উড়ে গিয়ে চলে যাই
সাদা মেঘের দেশে।

SHARE

Leave a Reply