আজ বিকেলে ঝড় উঠেছে
ঘর ছেড়ে তাই মন ছুটেছে।
কোন গাছেতে কোন বাসায়
দোয়েল টিয়া ডিম ফোটায়?
কোন সে বনের সীমা জুড়ে
ঝিঁঝি পোকা বেড়ায় উড়ে?
চাতক মশাই আকাশে
সেথায় ছুটি রুদ্ধ শ্বাসে।
বিকেল শেষে সন্ধ্যা আসে
পথ ভুলে যাই এক নিমিষে।
আজ বিকেলে ঝড় উঠেছে
ঘর ছেড়ে তাই মন ছুটেছে।
কোন গাছেতে কোন বাসায়
দোয়েল টিয়া ডিম ফোটায়?
কোন সে বনের সীমা জুড়ে
ঝিঁঝি পোকা বেড়ায় উড়ে?
চাতক মশাই আকাশে
সেথায় ছুটি রুদ্ধ শ্বাসে।
বিকেল শেষে সন্ধ্যা আসে
পথ ভুলে যাই এক নিমিষে।