শিখবো আমরা সকল কিছু
লিখবো সবই খাতায়
আঁকার খাতা ভরিয়ে দিব
গাছের সবুজ পাতায়।
গাইবো আমরা ছন্দ সুরে
শান্তি সুখের গান
ভরিয়ে দেবো খুশি দিয়ে
সকল দুঃখীর প্রাণ।
আমরা ছোট আমরা শিশু
শান্তি-সুখের দূত
নিষ্পাপ এই হৃদয়টাতে
নেইকো কোন খুঁত।
শিখবো আমরা সকল কিছু
লিখবো সবই খাতায়
আঁকার খাতা ভরিয়ে দিব
গাছের সবুজ পাতায়।
গাইবো আমরা ছন্দ সুরে
শান্তি সুখের গান
ভরিয়ে দেবো খুশি দিয়ে
সকল দুঃখীর প্রাণ।
আমরা ছোট আমরা শিশু
শান্তি-সুখের দূত
নিষ্পাপ এই হৃদয়টাতে
নেইকো কোন খুঁত।