সবুজ শ্যামল বন-বনানী
আমার মায়ের দেশ,
পাখি ডাকে মন আনন্দে
রূপের নেইতো শেষ।
শান্ত গাঁয়ের দীঘির বুকে
শাপলা ফুল ফোটে,
পাড়ার সকল ছেলে মেয়ে
ফুল তুলতে ছোটে।
মাঠে ঘাটে সোনার ফসল
কাড়ে সবার দৃষ্টি,
বর্ষাকালে ছন্দতালে
টাপুরটুপুর বৃষ্টি।
রাখাল ছেলে গাছের নিচে
বাজায় সুরে বাঁশি,
সকল দেশের চেয়ে আমার
দেশকে ভালোবাসি।