Home ছড়া-কবিতা মানুষ । নয়ন আহমেদ

মানুষ । নয়ন আহমেদ

মানুষ যদি হবে তবে সুপথ চাও।

হাত দুটোকে শস্যখেতে রুইয়ে দাও।

তখন তুমি দেখতে পাবে, সুবাসে-

ফসলবোনা হাত থেকেই ভোর আসে।

মানুষ যদি এই আলোতে চোখ মেলে-

মানবতার হৃদয়-প্রসূণ রূপ খোলে।

একটা ভোরের আছে অঢেল রূপকথা।

সেই গল্পটা তোমরা জানো? জানো তা?

একটা ভোরই সুসম্পন্ন, স্বাভাবিক।

সেই আলোতে পৃথিবীটা মানবিক।

 

মানুষ যদি হবে তবে প্রীতি চাও।

সূর্য এনে হৃদয়ঘরে লটকে দাও।

SHARE

Leave a Reply