Home ছড়া-কবিতা আমার বাড়ি । আমিনুল ইসলাম

আমার বাড়ি । আমিনুল ইসলাম

অনেক ফাঁকা, একটু বাঁকা

পথের শেষে বাড়ি,

সবুজ লতায় জড়িয়ে থাকা

ঘরটা যে আমারই।

আমার ঘরের টিনের চালে

নানান গানের পাখি,

মনের সুখে জলসা জমায়

মুগ্ধ হয়ে থাকি।

হাসনাহেনা সুবাস বিলায়

জবা ছড়ায় রূপ,

গোলাপ, বেলির গন্ধ অতুল

দারুণ অপরূপ।

একটু দূরে দাঁড়িয়ে আছে

আম কাঁঠালের গাছ,

টলটলে এক পুকুরজুড়ে

সাঁতার কাটে মাছ।

ঝিঁঝিঁ ডাকে, জোনাক জ্বলে

আমার বাড়ি রোজ,

প্রাণ জুড়ানো সেই বাড়িটির

নিতেই হবে খোঁজ।

SHARE

Leave a Reply