লেগুনা কলোরাডা। যার অপরূপ সৌন্দর্যে সবাই মুগ্ধ। এটি লাল ল্যাঙ্গুন নামেও পরিচিত। লেগুনা কলোরাডার অবস্থান দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায়। লেগুনা কলোরাডা চিলির সীমান্তের কাছাকাছি বলিভিয়ার এলিটিপ্ল্যানের দক্ষিণ-পশ্চিমে ১৪০০০ ফুট উচ্চতায় অবস্থিত একটি অগভীর লবণ হ্রদ।
লেকের অন্য পাশে চিলি। এর দৈর্ঘ্য প্রায় ১১ কিলোমিটার, প্রস্থ ৯ কিলোমিটার। লেকটির মোট আয়তন ৬০ বর্গ কিলোমিটার।

এখানে সাদা দ্বীপগুলোর সাথে প্রায় ১৫০০০ একর লবণ হ্রদ রয়েছে। লেগুনা কলোরাডা নানা কারণে অনেক বেশি নান্দনিক। এই লবণ হ্রদ এবং লবণ পানির মধ্যে বিভিন্ন শেওলাগুলির কারণে রক্ত লাল বর্ণ ধারণ করে। এ লেকের একপাশের পানি গোলাপি আবার আর এক পাশের পানি গাঢ় নীল। লেকের গোলাপি পানির মাঝে ভাসছে সাদা বোরাক্সের খনি। এলিটি প্ল্যানোতে পানির খনিজগুলির কারণে তাদের উজ্জ্বল রঙগুলির জন্যও প্রচুর ল্যাগোনেস দেখা যায়।
লেগুনা কলোরাডার কাছাকাছি ল্যান্ডস্কেপে অধিকাংশ মরুভূমি শিলা এবং লবণ। বাতাসের তাপমাত্রা প্রায়শই ভোরের দিকে ঠাণ্ডা থাকে। কিন্তু গ্রীষ্মের মাসগুলোতে প্রচণ্ড গরম থাকে।
লেগুনা কলোরাডার কাছাকাছি আশ্চর্যজনক প্রতিকূল পরিবেশেও বিভিন্ন আদিবাসী এবং প্রাণীদের বাস করতে দেখা যায়। লেক রেটবার মতো এ লেকে এতো লবণাক্ততা নেই। এ কারণে এতে পাখির আনাগোনা অনেক।
পর্যটকদের পাশাপাশি শত শত বছর ধরে ফ্লেমিং নামে এক বিরল প্রজাতির আদিবাসীদের আগমন হয়। জেমস ফেমিংগো, পুনা ফ্লাইংগো, আন্দেস এবং আল্টিপ্লানো এই এলাকার অধিবাসী। কলোরাডার আশপাশে এদের বিস্তার প্রচুর বলে মনে হলেও, তারা আসলে সংখ্যায় খুব কম। ১৯৫০ এর দশকের মাঝামাঝি সময়ে, বিজ্ঞানীরা ধারণা করেছিলেন যে এই আদিবাসীরা বিলুপ্ত হয়ে গিয়েছে। অবশ্য পরবর্তীতে দক্ষিণ আমেরিকা রোমিংয়ে আদিবাসীদের সন্ধান পাওয়া যায়। আজ তাদের বাসস্থান হুমকির মুখে এবং তাদেরকে একটি বিপন্ন প্রজাতি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় ।।