Home তোমাদের কবিতা হেমন্ত – তাহমিদ আল হাসান

হেমন্ত – তাহমিদ আল হাসান

সাদা মেঘ উড়ে যায়
হেমন্তের আকাশে
কাশফুল দোল খায়
ঝিরিঝিরি বাতাসে।

ডালে বসে কানিবক
ঠায় রয় দাঁড়িয়ে
শিকারের জন্য সে
দেয় ঠোঁক বাড়িয়ে।

SHARE

Leave a Reply