গাছে কেন পাখির বাসা?
কিচিরমিচির কেন ডাক?
বনে কেন শিয়াল থাকে?
মাঝে মাঝে মারে হাঁক!
গরু কেন হাম্বা ডাকে?
বিড়াল কেন ডাকে মিঁউ?
টিকটিকিরা টিক টিক করে
কুকুর আবার করে ঘেউ!
পায়রা কেন বাকুম ডাকে?
সাপে কেন করে ফোঁস?
খোকার মনে অনেক প্রশ্ন
সবুজ কেন হয় না মোষ?