একটি শিশু জন্ম নিয়ে
পৃথিবীতে আসে
সবাই তাকে আদর করে
অনেক ভালোবাসে।
আপন মনে খেলতে জানে
পারে না আর কিছু
ক্ষুধা লাগলে কান্না করে
দৃষ্টি মায়ের পিছু।
ধীরে ধীরে বড় হয়ে
অনেক কিছু শেখে
খাতা কলম হাতে নিয়ে
অ আ ক খ লেখে।
একটু আধটু কথা বলে
হাসে কচি মুখে
প্রতিটি শিশু নিষ্পাপ তাই
থাকে বেজায় সুখে।