Home তোমাদের কবিতা ব্যাঙ বৃষ্টির খেলা – মাযহারুল ইসলাম অনিক

ব্যাঙ বৃষ্টির খেলা – মাযহারুল ইসলাম অনিক

বৃষ্টির দিনে মন ছুটে যায়
অচিন কোন গাঁয়,
ব্যাঙের সাথে করছি খেলা
তাধিন তাধিন পায়।

ঘ্যাঙর ঘ্যাঙর ডাকে তারা
করছে এসে ভিড়,
পোকা মাকড় খাবার আশে
হচ্ছে যে অস্থির।

পানির তোড়ে বাসা ভেঙে
পোকা মাকড় ছোটে,
উভচরী ওই প্রাণীটি
অস্থির হয়ে ওঠে।

রেগে-মেগে তেড়ে গিয়ে
যেই না ধরে পোকা,
রৌদ্র এসে হঠাৎ করে
বনে গেলো বোকা।

রৌদ্র এলো মানুষ এলো
পোকা গেলো বেঁচে,
বৃষ্টি শেষে একলা আমি
যাচ্ছি তাধিন নেচে।

SHARE

Leave a Reply