Home ছড়া-কবিতা পাখি – সা’দ সাইফ পাখি – সা’দ সাইফ October, 2018 নীল আকাশে উড়ছে দেখ পাখির ঝাঁক তাই দেখে মন আমার হয় অবাক ! কেমন করে উড়ছে পাখি আকাশ পানে সিজদায় মন নুয়ে পড়ে খোদার শানে। ভাবতে থাকি খোদা দিলেন পাখির মাঝে শিক্ষা ঐক্য গড়ার দীপ্তি দিলেন সাথে দিলেন দীক্ষা।