আইনুল ইসলাম, জলঢাকা, নীলফামারী
মুখোমুখি বিভাগটি কি পুনরায় চালু হবে?
– দেখা যাক ইনশাআল্লাহ।
খন্দকার নুর হুসাইন, চারঘাট, রাজশাহী
কিশোরকণ্ঠে রকিব হাসানের লেখা ছাপানো হলে খুব ভাল হতো?
– চেষ্টা করা যাবে।
মরিয়ম জামিলা, তেঁতুলিয়া, পঞ্চগড়
ঢাকায় অবস্থানরত অবস্থায় কিভাবে কার সাথে যোগাযোগ করলে কিশোরকণ্ঠ হাতে পাবো?
– সার্কুলেশন বিভাগের সাথে যোগাযোগ করলেই হবে।
ফিরোজ আলম, রাখালিয়া, রায়পুর, লক্ষ্মীপুর
আমার লেখা ছাপা হবে কি?
– লেখা ভালো হলে ইনশাআল্লাহ ছাপা হবে।
আবদুল্লাহ আল নোমান, মুরাদনগর, কুমিল্লা
আমার লেখা ছাপা হচ্ছে না কেন?
– তুমি এর চেয়ে আরও ভালো কিছু লেখা পাঠাও।
ফাতেমা বেগম, হাড়িভাসা, পঞ্চগড়
আমি কিভাবে লেখা পাঠালে ভালো হয়?
– লেখা মেইলেও পাঠাতে পারো।