যেকোনো ক্রিকেটারের সবচেয়ে বড় স্বপ্ন দেশের হয়ে বা জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা। দেশের জার্সি গায়ে পরতে রাত-দিন একাকার করে পরিশ্রম করে চলেন একেকজন তরুণ। কারো সেই স্বপ্ন ধরা দেয় হাতের মুঠোয়, কারো বা অধরাই থেকে যায়।