Home হাসির বাকসো হাসির বাকসো – অক্টোবর ২০১৮

হাসির বাকসো – অক্টোবর ২০১৮

দুই ভদ্রলোক দাঁড়িয়ে আছে, রিকশার অপেক্ষায়। হঠাৎ একটা রিকশা এলো-
১ম ভদ্রলোক : রিকশাওয়ালা ভাই, যাবেন?
রিকশাওয়ালা : কোথায় স্যার?
১ম ভদ্রলোক : আগারগাঁও।
২য় ভদ্রলোক : তাহলে ভাই আমিও আপনার সাথে যাই!
১ম ভদ্রলোক : আপনি কোথায় যাবেন?
২য় ভদ্রলোক : গোড়ারগাঁও!
১ম ভদ্রলোক : ঐ মিয়া কী বলেন? গোড়ারগাঁও নামে কোন জায়গা আছে নাকি?
২য় ভদ্রলোক : বলেনতো কোন কিছু শুরু হয় কোথা থেকে, আগা থেকে নাকি গোড়া থেকে?
১ম ভদ্রলোক : গোড়া থেকে।
২য় ভদ্রলোক : তাহলে আগারগাঁও যেখান থেকে শুরু হয়েছে, ঐটাই গোড়ারগাঁও, আর শেষটা হচ্ছে আগারগাঁও।
২য় ভদ্রলোক : তাহলে উঠে পড়েন।

আমিনুর রহমান বাবু
ডুমুরশিয়া, মহম্মদপুর মাগুরা

গতকাল রাতে ছাত্রাবাসে ঠিক খাওয়ার সময় বিদ্যুৎ চলে গেলো। তখন দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
১ম বন্ধু : কিরে বিদ্যুৎ তো চলে গেলো। এখন কী দিয়ে ভাত খাবি।
২য় বন্ধু : বিদ্যুৎ গেছে তো কি হয়েছে? মোবাইল তো আছে। মোবাইল দিয়ে খাবো।
১ম বন্ধু : তাহলে তোর মাছের পিসটা কে খাবে?
জাকারিয়া আল হোসাইন
ছোটখাতা মাদ্রাসা, নীলফামারী
দুপুরে হোটেলে খেতে বসে বাবা ও ছেলের মধ্যে কথা হচ্ছেÑ
ছেলে : বাবা দেখো না ডিমের ভেতর বাচ্চা।
বাবা : আরে আমার বোকা ছেলে কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নে। নইলে ডিমের দামতো দিতে হবে, সেই সাথে বাচ্চার দামও দিতে হবে।

আলমগীর হোসেন
ইলিশা জংশন, ভোলা

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
১ম বন্ধু : দোস্ত! তোমার স্কুল ড্রেস কী হয়েছে?
২য় বন্ধু : আরে দোস্ত কী বলবো আমার শার্ট ছোট হয়ে গেছে।
১ম বন্ধু : কী! শার্ট ছোট হয়েছে? আরে শার্ট ছোট হয়নি তুই লম্বা হয়ে গেছিস।

নাঈম ইবনে তাহের
সাহাপুর, ঈশ্বরদী, পাবনা

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
১ম বন্ধু : কাল রাতে তোকে যে মেসেজটা পাঠিয়েছিলাম সেটা দেখেছিস?
২য় বন্ধু : যেটাতে ৫০০ টাকা ধার চেয়েছিলি?
১ম বন্ধু : হ্যাঁ।
২য় বন্ধু : নারে বন্ধু দেখা হয়নি।

রেজাউল করিম সুজন
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

SHARE

Leave a Reply