অক্টোবর ২০১৮ মাসের ছড়া
“আমার বিজয় আকাশ ছোঁয়া
আমার বিজয় দেশ,
দেশটি আমার বিশ্ব মাঝে
দাঁড়িয়ে আছে বেশ!”
আগস্ট ২০১৮ মাসের ছড়া
“সকাল সকাল ওঠে যে
সকল কাজই করে,
তারই জন্য সফলতা
ঝরঝরিয়ে ঝরে।”
সালাত কায়েম করে যেজন
ডেকেই আনে ভোর,
আখেরাতের কঠিন সময়
কেটেই যাবে ঘোর।
নিয়ম মাফিক সাধ্যমতো
করবে যে কাজ আগে,
রাজমুকুটটা তার মাথায়
পড়বে প্রথম ভাগে।
শাজাহান কবীর শান্ত
চাতরা, কালিগঞ্জ, সাতক্ষীরা
আরো যাদের লেখা ভালো হয়েছে
মতিউর রহমান মিয়াজি, সদর, নোয়াখালী; মোঃ আকবর আলী, মজলিশ পুর, বানিয়াচং, হবিগঞ্জ; রেজাউল করিম রেজা, দাদনচক, চাঁপাইনবাবগঞ্জ; মিজান হোসেন, ইলিশা জংশন, ভোলা; আবির চৌধুরী, বাগেরহাট; নোমান তালুকদার, গুলিস্থান, ঢাকা; আশিক রহমান, চাটখিল, নোয়াখালী।