সেপ্টেম্বর ২০১৮ সংখ্যার প্রশ্ন
১. ইসলামের পঞ্চম খলিফা বলা হয় কাকে?
২. কুরআন শরিফের কোন সূরায় দুইবার বিসমিল্লাহ আছে?
৩. আশারায়ে মোবাশ্শারা কতজন সাহাবী?
৪. বীজগণিতের জনক কে?
৫. ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
৬. বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ফাইনাল ম্যাচে গোল করেন কে?
৭. বাংলা গদ্যের জনক কে?
৮. মালয়েশিয়ার রাজধানী ও মুদ্রার নাম কী?
৯. সর্বশেষ ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দেশের নাম কী?
১০. স্টিফেন হকিং মারা যান কত বছর বয়সে ও কত সালে?
জুন ২০১৮ সংখ্যার
সঠিক জবাব
১. পাঁচটি ২. জাহাঙ্গীরনগর ৩. রজব তাইয়্যেব এরদোগান ৪.যুক্তরাষ্ট্র ৫.ভাষাবিজ্ঞানী ৬. ইকরা ৭. দ্বিতীয় হিজরিতে ৮. রাইয়ান ৯. মস্কো ১০.মার্কজুকারবার্গ
জুন ২০১৮ সংখ্যার
সঠিক উত্তরদাতা
মৌলভীবাজার : ফাতেমা আক্তার জুঁই, আব্দুল্লাহ, আলমগীর হোসাইন, তামান্না হুসাইন তিথি, আবিদুর রহমান আদিল, আব্দুল আজিজ, আবু বকর, আব্দুল্লাহ আল মাহি, আব্দুল্লাহ, জুড়ী, মৌলভীবাজার সিলেট।
লালমনিরহাট : রাকিবুল হাসান সজীব, আতিকুল ইসলাম আতিক, আদিতমারি লালমনিরহাট।
বরিশাল : জাবিন বিনতে জব্বার কাউনিয়া বরিশাল; ওবায়দুল হক আসিফ সাহেবেরহাট বাজার বরিশাল।
ফেনী : আলী আকবর ভূঁইয়া, মোহাম্মদ তাজুল ইসলাম, ফুলগাজী ফেনী।
ঝালকাঠি : আরিফা রহমান এশা, মো: সাবিত আহমেদ খান, রাজাপুর ঝালকাঠি।
অন্যান্য: শাহরিয়ার রিফাত, সাভার, ঢাকা; মোহাম্মদ জুনাইদুল ইসলাম, চকরিয়া কক্সবাজার; মো: আরিফুল ইসলাম, লালমোহন ভোলা।
এ মাসে পুরস্কার পেলো যারা
১. ফাতেমা আক্তার জুঁই
জুড়ী, মৌলভীবাজার
২. রাকিবুল হাসান সজীব
আদিতমারি, লালমনিরহাট
৩. আব্দুল্লাহ, জুড়ী, মৌলভীবাজার