Home নিয়মিত আমাদের কথা আমাদের কথা

আমাদের কথা

প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো।

এখন শরৎকাল। কী মনোরম, কী স্নিগ্ধ! এত সুন্দর পরিবেশ যেন বিশে^ আর কোথাও দেখা যায় না।
আমাদের এই দেশ- ষড় ঋতুর দেশ। এমন সুন্দর দেশ পৃথিবীর আর কোথাও নেই। আমাদের দেশের প্রকৃতিটাই এমন।

এবার আগস্ট মাসেই এলো পবিত্র ঈদুল আজহা। ঈদ মানেই তো খুশি আর খুশি!
কিন্তু ঈদুল আজহার অর্থ একটু ভিন্ন। এটা শুধু আনন্দের ঈদ নয়। তার পাশাপাশি মিশে আছে আত্মত্যাগের এক মহান দৃষ্টান্ত। যে দৃষ্টান্ত ইতিহাসে বিরল। ঈদুল আজহা এলেই তাই আমাদের মনে পড়ে হযরত ইসমাইল (আ) ও হযরত ইবরাহিম (আ)-এর ত্যাগ ও কোরবানির কথা। যে ত্যাগের মহিমা অনেক বিরাট বিশাল, যা থেকে আমরা প্রতিনিয়ত শিক্ষা নিতে পারি। এবং সেটাই উচিত।
এসো আমরা আত্মত্যাগের সেই মহান শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকেও আলোয় আলোয় উদ্ভাসিত করে তুলি।
ঈদ হোক সবার জন্য সমান খুশি ও আনন্দের- সেই প্রত্যাশাই করছি।

আজ এই পর্যন্তই!
আল্লাহ হাফিজ।

SHARE

Leave a Reply