Home হাসির বাকসো হাসির বাকসো

হাসির বাকসো

বিছানায় শুয়ে শুয়ে দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
১ম বন্ধু : বলতো একজন মানুষকে ঢাকা যেতে কত সময় লাগতে পারে?
২য় বন্ধু : কত সময় তো দূরের কথা ১০ সেকেন্ডও লাগে না।
১ম বন্ধু : ডযধঃ? (হতবাক হয়ে)
২য় বন্ধু : বিছানার লেপটা পুরো শরীরে ঢেকে নিয়ে বললো,
– আরে বোকা এই দেখ আমি ঢাকা গেলাম।
জাকারিয়া আল হোসাইন
চাপানীহাট, ডিমলা, নীলফামারী

ট্রেনের দুই সহযাত্রীর মধ্যে কথা হচ্ছে-
প্রথম যাত্রী : আপনি একটি বাইনোকুলার গলায় ঝুলিয়ে রেখেছেন। অথচ একবারও দেখলাম না, আপনি বাইনোকুলার দিয়ে বাইরে দূরের কোনো দৃশ্য দেখছেন। তাহলে সঙ্গে এটা আনলেন কেন?
দ্বিতীয় যাত্রী : আহ্! এটা দূরের দৃশ্য দেখার জন্য আনিনি। ছুটি কাটাতে যার বাড়ি যাচ্ছি, তাকে দেখার জন্য এনেছি।
প্রথম যাত্রী : কেন?
দ্বিতীয় যাত্রী : কারণ, তিনি আমার দূর সম্পর্কের আত্মীয়!
নুরুল আমিন
ফেনী

বল্টু : তোর ছেলে বলে হারিয়ে গেছে তা তুই কম্পিউটারের সামনে কী করিস?
নাল্টু : গুগল সার্চ দিছি খুঁজে পেলে ডাউনলোড দিয়ে নেব।
মির্জা আরাফাত
মধুখালী, ফরিদপুর

সবচেয়ে অলস লোককে আমি প্রাইজ দিবো, কে সবচেয়ে অলস হাত তুলো। একজন বাদে সকলেই হাত তুলল।
কী ব্যাপার, তুমি হাত তুললে না কেন?
বল্টু : কে আবার অত কষ্ট করে!
আহমাদ নাবিল
সোনাপুর, নোয়াখালী

SHARE

Leave a Reply