প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো।
এবারও একটি কবিতার প্রথম অংশটি দেয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে।
আল্লাহ হাফিজ
তোমাদেরই পরিচালক ভাইয়া
মে, ২০১৮ মাসের ছড়া
“রোজ সকালে সূর্য ওঠে
আসে নতুন ভোর
দেখবো আমি জগৎটাকে
দাও খুলে দাও দোর।”
মার্চ, ২০১৮ মাসের ছড়া
“ভুলের কাছে হার মেনো না
ফুলের কাছে যাও
ফুলের সুবাস মনটা ভরে
আদর করে নাও।”
হতাশাকে পাশ কাটিয়ে
ধৈর্য তুমি ধরো
পরাজয়কে দেব মুছে
উচ্চ কণ্ঠে বলো।
সর্বদাই থেকো তুমি
সৎ মানুষের দলে
মিথ্যাকে দিও তুমি
তোমার থেকে ঠেলে।
তাসমিয়াহ বিনতে শরীফ
যতরপুর, সিলেট
আরো যাদের লেখা ভালো হয়েছে
আবুল বাশার, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ; মোহাম্মদ রিফাতুল ইসলাম মারুফ, বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম; খাদিজা তুল কোবরা উমামা, খোকসাবাড়ি, এনায়েতপুর, সিরাজগঞ্জ; মুন্তাসির আহমাদ মুয়াজ, কৃষ্টপুর, সদর, ময়মনসিংহ; মাজহারুল ইসলাম, সদর, কুড়িগ্রাম; জাহাঙ্গীর আলম, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম; হাসান আলী, বান্দুরা, নোয়াখালী; সাদিয়া সুলতানা, চুকনগর, ডুমুরিয়া, খুলনা।