Home হাসির বাকসো হাসির বাকশো

হাসির বাকশো

– হ্যালো! এটা কি কাস্টমার কেয়ার?
– হ্যাঁ ম্যাডাম বলুন। আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি।
– বলছি আমার ছেলেটা আমার সিমটা খেয়ে ফেলেছে।
– দেখুন, আপনি ওকে ইমিডিয়েট ডাক্তারের কাছে নিয়ে যান, এখানে ফোন করে সময় নষ্ট করছেন কেন?
– না আমি বলছিলাম আমার সিমটাতে ২০০ টাকার টক টাইম আছে।
– তাতে কি?
– যতক্ষণ পর্যন্ত না সিমটা বের করা হচ্ছে ততক্ষণ আমার ছেলেটা যদি কথা বলে তাহলে আমার ব্যালান্স কাটা যাবে না তো!
– কাস্টমার কেয়ারের এক্সিকিউটিভ অজ্ঞান!
মাহমুদ হাসান, কলোনি, বগুড়া

বস : বল দেখি পাগল আর সাপের মধ্যে মিল কোথায়?
মন্টুর বাপ : স্যার, দিনভর দুইজনে যতই এঁকেবেঁকে চলুক না কেন- ঘরে ফেরার বেলায় নিজের বাড়ি ঠিকই চিনে নেয়।
আল-ছাব্বির, বগুড়া

মামা ও ভাগিনার মধ্যে কথোপকথন-
মামা : ইমন, কাল তোমার পরীক্ষা?
ভাগিনা : জি মামা।
মামা : তো পরীক্ষার কেমন প্রস্তুতি নিলে?
ভাগিনা : ভালোই প্রস্তুতি নিয়ে রেখেছি মামা, কলম, নতুন জামা, প্যান্ট কেনা হয়েছে। আজ বাবা নতুন এক জোড়া কেডস আনবেন।
মো: আব্দুল আলিম
চাঁপাইনবাবগঞ্জ

দোকানদার ও ফকিরের মধ্যে কথোপকথন-
দোকানদার : ভাই কী খাবেন, পরোটা কিনলে ভাজি ফ্রি।
ফকির : ঠিক আছে আমাকে এক বাটি ভাজি দেন।
সামসুদ্দিন নাহিদ, চাটখিল, নোয়াখালী

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
১ম বন্ধু : দোস্ত! পরীক্ষা কেমন দিলি?
২য় বন্ধু : নারে দোস্ত, একেবারে সাদা পাতা, তোরটা কেমন হলো?
১ম বন্ধু : আমিও সাদা পাতা।
২য় বন্ধু : বলিস কি! তাহলে তো সবাই ভাববে তুই আমার থেকে নকল করেছিস।
এইচ এম মনির হোসাইন
বাংলাবাজার, সোনইমুড়ি, নোয়াখালী

এক প্রদর্শক ছবি আঁকার প্রতিযোগিতায় প্রদর্শন করতে গিয়ে…
প্রদর্শক : তুমি গ্রীষ্মকালের সূর্যটা এত ছোট করে এঁকেছ কেন?
প্রতিযোগী : কেন কতটুকু আঁকবো।
প্রদর্শক : পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড়।
নাজমুল হক, জামালপুর

SHARE

Leave a Reply