দুই লোকের মধ্যে কথোপকথনÑ
১ম লোক : ভাই আপনার নাম কী?
২য় লোক : আনিস।
১ম লোক : বাবার নাম?
২য় লোক : ফিনিশ।
১ম লোক : হাতে কী?
২য় লোক : ইলিশ।
১ম লোক : দাম কত?
২য় লোক : তিরিশ।
১ম লোক : আসলে ভাই আপনি একটা জিনিস।
ইমাম হোসেন
চাম্বল, বাঁশখালী
চুরি করতে গিয়ে এক চোর দেখলো আলমারির দরজার একপাশে লেখা…এই বাটন টিপলে আলমারি খুলে যাবে। চোর মুচকি হেসে যখন বাটন টিপলো তখন সাইরেন বেজে উঠল। বাড়ির মালিক চোরকে ধরে পুলিশে দিলেন। পুলিশ চোরকে নিয়ে যাওয়ার আগে চোর বলল, দুনিয়া থেকে মনুষ্যত্ব উঠে গেছে… কাউকে বিশ^াস করা যায় না।
ইমরান হাবীব
ছিটুয়া পাড়া, চট্টগ্রাম
দুই মাতাল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলÑ
প্রথম জন : এই কতদিন আকাশে উঠি না, কিভাবে উঠা যায় বলতো।
দ্বিতীয় জন : আমি লাইট মেরে ধরি, তুই আলো বেয়ে উঠে যা।
প্রথম জন : ইস…আমি অর্ধেক উঠলে তুই যদি লাইট বন্ধ করে দিস। আমাকে মারার মতলব।
জাকারিয়া
সাতকানিয়া, চট্টগ্রাম
ডাক্তার : এক্স-রে করে দেখলাম, আপনার পেটে অনেক চামচ জমা হয়েছে। কেন বলুন তো?
রোগী : আপনিইতো বলেছেন দৈনিক দুই চামচ করে খেতে।
সুমাইয়া ইয়াসমিন
ফুলতলা, খুলনা
দুই বন্ধুর মধ্যে কথোপকথনÑ
প্রথম বন্ধু : বলতো কোকিল কেন কাকের বাসায় ডিম পাড়ে।
দ্বিতীয় বন্ধু : কোকিল খুব গরিব তো, বাড়িঘর করার টাকা নেই তাই কাকের বাসায় ডিম পাড়ে।
সামসুদ্দিন নাহিদ
চাটখিল, নোয়াখালী
দুই পাগলের মধ্যে কথা হচ্ছেÑ
প্রথম পাগল : আচ্ছা বলতো, চট্টগ্রাম থেকে চিটাগাং যেতে কত সময় লাগে?
দ্বিতীয় পাগল : ভারত থেকে ইন্ডিয়া যেতে যত সময় লাগে ঠিক ততটুকু।
নাইমুল্লাহ
ছিটুয়া পাড়া, চট্টগ্রাম