Home নিয়মিত অনুশীলন অনুশীলন অনুশীলন

অনুশীলন অনুশীলন

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো।
এবারও একটি কবিতার প্রথম অংশটি দেয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে।
আল্লাহ হাফিজ
তোমাদেরই পরিচালক ভাইয়া

মার্চ, ২০১৮ মাসের ছড়া
“ভুলের কাছে হার মেনো না
ফুলের কাছে যাও
ফুলের সুবাস মনটা ভরে
আদর করে নাও।”

জানুয়ারি, ২০১৮ মাসের ছড়া
“স্বাধীনতার মানে হলো
মুক্ত পাখির হাসি
আমার প্রিয় দেশটাকে
দারুণ ভালো বাসি।”

স্বাধীনতা মানে হলো
গোলা ভরা ধান
আমার দেশ দেখলে পরে
যায় জুড়িয়ে প্রাণ।

স্বাধীনতা মানে হলো
অনেক ত্যাগের শেষে
লাল সবুজের প্রাণ পতাকা
উড়ছে হেসে হেসে।

তাসমিয়াহ বিনতে শরীফ
মিরাবাজার, সিলেট

আরো যাদের লেখা
ভালো হয়েছে

খাদিজাতুল কোবরা উমামা, খোকসাবাড়ি, এনায়েতপুর, সিরাজগঞ্জ; মো: আবুল বাশার, শৈলজানী আলিম মাদরাসা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ; মুন্তাসির আহমাদ মুয়াজ, আলিয়া মাদরাসা রোড বাইলেন, কৃষ্টপুর, সদর, ময়মনসিংহ; জাহাঙ্গীর আলম, গছিডাঙ্গা, পাইকেরছড়া, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম; এইচ. এম. মাহমুদুল হাসান, সোনাইমুড়ী, নোয়াখালী; মুহাম্মদ নেজামুল ইসলাম, পইছড়ী, বাঁশখালী; তানজিম আহমদ, বুরহানবাগ, পূর্ব শিবগঞ্জ, সিলেট।

SHARE

Leave a Reply