ছড়াও আলোর শিষ
সাজজাদ হোসাইন খান
মনের খাটে ভালোবাসার
ফরাশখানা পাতো
স্নেহ ভরা ফুলদানিতে
স্বপ্নগুলো গাঁথো।
এমনি করে শরষে ফুলের
গন্ধ ভেজা চুলে
দেশের নামে আদর-সোহাগ
রাখো তুলে তুলে।
হৃদয়-ঘরে প্রভাত ফেলো
জ্বলুক অহর্নিশ
সবুজ হাওয়ার অবুঝ ডানায়
ছড়াও আলোর শিষ।
খেলা
আহমদ বাসির
গ্যালারিতে উৎসব
মাঠে মাঠে খেলা
দেখে দেখে সুখে যায়
কেটে যার বেলা
ওর কানে ঢুকবে কি
তার হাহাকার
কেড়ে নিলো শিশু যার
বুনো জানোয়ার
এইসব খেলা তাই
লাগে বেমানান
মনে হয় মানুষের
সাথে করে ফান
খেলা নয়, খেলা নয়
জীবনের গান
জেনে নাও খেলোয়াড়
‘খেলনা’র শান।
খেলা
আহমদ বাসির
গ্যালারিতে উৎসব
মাঠে মাঠে খেলা
দেখে দেখে সুখে যায়
কেটে যার বেলা
ওর কানে ঢুকবে কি
তার হাহাকার
কেড়ে নিলো শিশু যার
বুনো জানোয়ার
এইসব খেলা তাই
লাগে বেমানান
মনে হয় মানুষের
সাথে করে ফান
খেলা নয়, খেলা নয়
জীবনের গান
জেনে নাও খেলোয়াড়
‘খেলনা’র শান।
কল্পনাতে
মুয়াজ বিন এনাম
কল্পনাতে চড়তে পারি
আকাশটা জয় করতে পারি
কল্পনাতে সাগর তলের
মুক্তা আনি লুটে,
কল্পনাতেই ফুলের কুঁড়ি ফোটে।
কল্পনাতে রবি আঁকি
মায়ের গাঁয়ের ছবি আঁকি
কল্পনাতে ক্রিকেট খেলায়
একলা জিতি আমি,
কল্পনাটাই আমার কাছে দামি।
কল্পনাতে পড়তে পারি
গাড়ি-ঘোড়া চড়তে পারি
কল্পনাতেই আমার যতো
কীর্তি আছে গড়া,
কল্পনাতেই ঊর্ধ্বাকাশে চড়া।
মন হতে চায়
সামিয়াতুত তানজীম
মন হতে চায় দূর গগনের
একটি রঙিন ঘুড়ি,
মনটা চায় পাখির সাথে
পাল্লা দিয়ে উড়ি।
মন হতে চায় বিহান বেলার
মিষ্টি সুরের পাখি,
মন হতে চায় ঘুম ভাঙাতে
আপন মনে ডাকি।