বিজয় আমার
মোহাম্মদ আমিন
বিজয় আমার স্বপ্নে আঁকা
মাতৃভূমির ছবি
বিজয় আমার রাতের শেষে
ভোরের রাঙা রবি।
বিজয় আমার নীল আকাশের
সাদা মেঘের ভেলা
বিজয় আমার মায়ের হাসি
সুখের সারা বেলা।
বিজয় আমার নদীর বুকে
ভাটিয়ালি গান
বিজয় আমার ঝরণা ধারা
পানির কলতান।
বিজয় আমার বন-বনানী
সবুজ পাতায় ঘেরা
বিজয় আমার সোনার বাংলা
সকল দেশের সেরা।
ফুল
হাসিব মাহমুদ মোশাররফ
হলুদ রঙে শর্ষে ফুলে
নিপুণ কারু-কাজ
জবা ফুলের লাল বাগানে
প্রজাপতির রাজ।
ঘরে ঘরে নানা রঙের
ছোট্ট মনির সাজ
চুলে খুকি ফুল পরেছে
গোলাপ গন্ধরাজ।
বনের পশু
আলম মুহাম্মদ
বনের রাজা সিংহ মামা
বাঘ হলো তার পরে
পশু পঙ্খি বনের সবে
সদায় তাদের ডরে।
বুদ্ধিতে ভাই অনেক পাকা
শিয়াল মামার চাল
বাঁদরামিতে বানর নাচে
গাছে এডাল ওডাল।
তৃণভোজী প্রাণীর মাঝে
হরিণ বেজায় বোকা
ডাঙায় নদে সবখানেতে
সর্বদা খায় ধোঁকা।
বিজয় মানে
সা’দ সাইফ
বিজয় মানে স্বপ্ন সুখের
বাতাস মৃদু মন্দ
বিজয় মানে মন-মননে
আসে দারুণ ছন্দ।
বিজয় মানে খুশির ভেলা
ভেসে চলে অবিরাম,
বিজয় মানে ডাক-পিয়নের
হাতে হলুদ খাম।
অপর জীবন
শরিফ আহমাদ
পানি নিয়ে খেলতে মানা
রাস্তা-ঘাটে ফেলতে মানা
জমতে পারে কাদা,
পা পিছলে কেউ পড়ে গেলে
দেখবে চোখে ধাঁধা।
কাপড় হবে নষ্ট
বাড়বে শুধু কষ্ট।
পানি রাখে সজীব জীবন
হোক সোনালি মাঠ কি বন !
পানি দিয়ে রান্না-
চোখের পানি ‘কান্না’।
গরিব-ধনী সবার কাছে
পানির অনেক মূল্য আছে।
ভালোবেসে সবাই তাকে
অপর জীবন কয়,
আসুন সবাই বন্ধ করি
পানির অপচয়।
বাবুই পাখি
সানজিদা আক্তার সুমি
তালগাছের পাতার সাথে
বাবুই পাখির বাসা
খেজুর পাতা ছিঁড়ে তারা
তৈরি করে খাসা।
বাবুই পাখির ছোট্ট বাসা
নিখুঁত মনের কাজ
ভিন্ন ভিন্ন গড়ে তারা
শিল্প কারুকাজ।